120. জানতে চাই প্রশ্নোত্তর সেশন- ১২০ ।। Dr. Mohammad Monzur-E-Elahi
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi
গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/
অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial
অর্গানাইজেশনসমূহ :
তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/
কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran
Timecodes
0:00, Intro
00:10, Introduction
01:31, শাইখ, কেমন আছেন। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। মেয়ে বাবার বাড়ির প্রাপ্য ওয়ারিশ আনতে রাযী নয়—ভাইকে দিয়ে আসতে আগ্রহী। বাবার যথেষ্ঠ সামর্থ্য আছে। কিন্তু স্বামী স্ত্রীকে ওয়ারিশ আনতে বলে এবং এটা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য। এ ক্ষেত্রে স্বামী ও স্ত্রী, কার কী করণীয়?
06:50, স্যার, ক. টিকটিকি ও কাকের বিষ্ঠা কি নাপাক?
খ. নাপাক কাপড় পাক করার জন্য কি ৩বার ‘বিসমিল্লাহ’ বলে কাপড় ধুতে হবে?
09:54, আমাদের এলাকায় হিন্দুদের পূজার সময় নারকেল, হাঁস, মিষ্টি, প্রতি বৃহস্পতিবার সবজির চাহিদা থাকে অনেক। এটাকে লক্ষ করে অনেকে এসব আইটেমের যোগান দেয়। কারণ ভালো ইনকাম হয়। এখন এ ইনকাম কি হালাল হবে? স্কুলে থাকতে হাঁস আর নারকেলের ব্যবসায় সাথে আমি জড়িত ছিলাম। প্রতি বৃহস্পতিবার সবজির সাপ্লাই দিতাম। যদি হারাম হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া কোনো উপায় নেই।
12:00, সম্মানিত শাইখ, ক. কারোর সম্পর্কে খারাপ ধারণা অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনা করা থেকে কীভাবে মুক্তি পাবো?
খ. আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে কীভাবে সুদৃঢ় করবো?
গ. কোনো ব্যক্তি যদি আমাকে নিয়মিত ইচ্ছাকৃতভাবে অপমান করে যিনি আমার আপনজনের মধ্যেই কেউ। সেক্ষেত্রে আমি কীভাবে তার সাথে আচরণ করবো, এটার সহ্যসীমা কতটুকু?
19:17, ক. সফরে নামায কাযা হয়ে গেলে পরবর্তীতে সেই কাযা নামায পড়ার বিধান কী?
খ. মাগরিবের নামাযে দুই রাকাত ছুটে গেলে, সেই রাকাতগুলো পড়ার নিয়ম কী?
25:10, প্রতিষ্ঠানের বস/মালিক যদি কোনো এমপ্লয়ির কাছে আনঅফিশিয়ালি অন্যান্য এমপ্লয়িদের ব্যাপারে জানতে চান সেক্ষেত্রে অনেস্টলি আন্সার দিলে সেটা কি গীবত হিসাবে বিবেচিত হবে যদি কথাগুলো নেগেটিভ হয়ে থাকে? আর অফিশিয়ালি যদি আমার জবই হয়ে থাকে রিপোর্ট করা এমপ্লয়িদের ব্যাপারে এক্ষেত্রে আমার জবটা কি হালাল হবে?
28:43, ক. বিয়ের জন্য ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি?
খ. বিনাওজরে মাসজিদে না গিয়ে বাসায় পরিবার নিয়ে ফরয সালাত জামাত করে আদায় করা কি জায়েয?
32:07, শাইখ, একজনের এক লক্ষ টাকা প্রয়োজন। তার ১বিঘা(৩৩ শতাংশ) জমি রয়েছে। সে আমার কাছে ১লক্ষ টাকার বিনিময়ে তার জমিটুকু রাখতে চায়। কিন্তু আমি তাকে একটা চুক্তির মধ্যে রাখতে চাই— চুক্তিটা হলো, তাকে ১লক্ষ টাকা আমি ঋণ বা ধার দেবো সেটা লিখিত থাকবে। আর প্রতি সিজনে ওপরে উল্লেখিতো জমির জন্য তাকে ১৫০০শত টাকা করে ভাড়া হিসাবে প্রদান করব এবং আমি জমিতে চাষাবাদ করবো। এটা কি শারী‘আসম্মত হবে কিনা, দয়া করে জানিয়ে উপকৃত করবেন।
36:00, আমার আব্বু ৬ মাস আগে মারা গিয়েছেন। তার আগে তিনি হজ্জের নিয়ত করেছিলেন। আমি কি ওনার হয়ে সন্তান হিসাবে বদলি হজ্জ করতে পারব? বিস্তারিত যদি বলতেন।
37:34, ক. প্রত্যেক ওয়াক্তের সুন্নাতে মুয়াক্কাদা নামাযগুলো পড়ার সময় কতক্ষণ থাকে? ফজরের সুন্নাত যোহরের পর, যোহরের সুন্নাত মাগরিবের পর, মাগরিবের সুন্নাত এশার পর, ফজরের সুন্নাত ‘ইশার এর পর, আবার ‘ইশার সুন্নাত ফজরের পর— এভাবে পড়ার নিয়ম আছে কী? নিয়ম যদি থাকে তাহলে কীভাবে পড়বো?
খ. এক-দুই দিন আগের সুন্নাত নামাযগুলো পড়ার কোনো নিয়ম আছে কি?
38:46, সরকারি চাকরিজীবীদের জিপিএফ-এর লাভ/সুদের টাকা নেওয়া কি জায়েয এবং জিপিএফ-এর টাকার কি প্রতি বছর যাকাত দিতে হবে?
40:57, সন্তান হওয়ার জন্য দু‘আ ও আমল যদি জানাতেন খুবই উপকার হতো।
45:31, আমি একটি কোম্পানিতে সেলসম্যান হিসাবে কাজ করি। আমি দোকানে অর্ডার কাটার সময় এর পাশাপাশি আরেকটি কোম্পানির অর্ডার কাটি। আমার জন্য এটা করা কি জায়েয। আমি পরিশ্রম একটু বেশি করি। একটি কোম্পানির টাকা দিয়ে ভালোভাবে সংসার চলে না।
47:36, মহিলা ডাক্তার পুরুষ রোগীর চিকিৎসা করা কি জায়েয? বা পুরুষের মহিলা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে স্পর্শ করা কি জায়েয হবে? খ. মেয়েদের মাহরামদের মধ্যে অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক বলতে কাকে বুঝানো হয়েছে?
49:06, আমার ফেসবুক আইডিটি কিছুদিন যাবত হ্যাক হয়েছে। আমি রিকভার করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। এখন হ্যাকার আমার প্রোফাইলে আমার প্রোফাইল ফটো পরিবর্তন করে অশ্লীল এবং নোংরা লোগো সেট করেছে। বেশ কিছুদিন যাবত প্রতিনিয়ত অশ্লীল এবং সেক্সুয়াল বাজে পোস্ট-এর লিংক আমার আইডিতে শেয়ার করছে। আমি সাধ্যমত আমার ফ্রেন্ড সার্কেলকে জানানোর চেষ্টা করেছি যে, আইডিটি হ্যাক হয়েছে। আমার প্রশ্ন হলো, আইডিটি এখন আমার কন্ট্রোলে নেই। যে সব নোংরা ছবি সে ছাড়ছে, আমি কি এজন্য পাপের অংশীদার হবো? আমি ছয় মাস যাবত ফেসবুক ইউজ করি না এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, জীবনে কোনো ফেসবুক আইডি খুলবো না। আমার কি করা উচিত পরামর্শ দেবেন।
52:54, live question
57:53, Conclusion